ময়মনসিংহ: যুক্তরাজ্যে বসবাসরত ময়মনসিংহের প্রবাসীদের মধ্যে বন্ধন, ভালোবাসা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদারের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘ময়মনসিংহ সোসাইটি যুক্তরাজ্য’।
২২ অক্টোবর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত সংগঠনের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফেরদৌস আহমেদ এবং সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল মিয়া।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মানিক, সাইফুল খান, আজাহার তালুকদার শোয়েব, মোজাম্মেল হক খান উজ্জ্বল, মাজেদুল হক মানিক ও মো. খসরুজ্জামান খসরু। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাইদ খান, মো. মতিউর রহমান, জাহিদুল ইসলাম ও মো. জুয়েল মিয়া। সহ সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. সাইদুজ্জামান সাইদ ও নাহিদ হাসান সিদ্দিক।
সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রাসেল, মাহমুদ হাসান রাকিব, ফয়েজ আহমেদ ফয়সাল ও রাজমিক খান রাহি। কোষাধ্যক্ষ সামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রানা তালুকদার, প্রচার সম্পাদক তানবির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা তাহমিনা হোসেন ইতি, ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ উজ্জামান রাফসান, ক্রীড়া সম্পাদক মুসফিকুর রহমান সুপ্ত, ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক খান রায়হান, সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমেদ ভূইয়া, কর্মসংস্থান সম্পাদক মো. আতিকুর রহমান এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জুনায়েদ হাসান।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান ফেরদৌস, আসাদ সরকার কাজল, হাদি উল ইসলাম সোয়েব, শরীফুজ্জামান শরীফ, দেলোয়ার হোসেন ও নূর হাসিম।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, ‘ময়মনসিংহ সোসাইটি যুক্তরাজ্য’ প্রবাসী ময়মনসিংহবাসীদের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সহযোগিতার একটি শক্তিশালী কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে।
স্টাফ রিপোর্টার 
















