
ময়মনসিংহ: যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই মুখর হয়ে উঠছে ময়মনসিংহ -৭ (ত্রিশাল) আসনের ভোটের মাঠ। গত কয়েক দিন ধরে প্রচারে নারীদের অংশগ্রহণে সরগরম হয়ে উঠেছে আসনটি। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌরমেয়র এবিএম আনিছুজ্জামান আনিছের ট্রাক প্রতীকে ভোট চাচ্ছেন নারীকর্মীরা।
স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামানের স্ত্রী শামিমা আক্তার জানান, “আসনটিতে নারী-পুরুষ সমান সমান। সেজন্য আমরা নারী ভোটারদের কাছে ট্রাক প্রতীকের প্রচারণা বাড়িয়েছি। নির্বাচনে হাজার হাজার নারী ভোটার আশ্বস্ত করেছে তারা স্বতন্ত্র প্রার্থী আমার স্বামী আনিছকে ভোট প্রদান করবে। শুধু ভোট না নারী ভোটাররা ট্রাক প্রতীকের প্রচারণাও করবে।”
নারী ভোটার আকলিমা জানান, “আনিছ ভাই আমাদের জন্য পৌর মেয়র থাকাকালীন বিভিন্ন সেবা প্রদান করছে। আশাবাদী এমপি হয়েও তিনি এলাকার উন্নয়ন করবে তাই এই বার ভোট ট্রাক প্রতীকে দেব।”
আরেক নারী ভোটার সুইটি জানান, “আমার লেখা পড়া বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সাবেক মেয়র আনিছ ভাইয়ের সহযোগিতায় আমার লেখা পড়া আবার শুরু হয়েছে। উনি ত্রিশালের উন্নয়ন করবে তাই আমাদের পরিবার তাকে ভোট দেব। অন্যদেরকেও ভোট দিতে বলব।”
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নতুন ভোটার লিজা জানান, “ত্রিশাল মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আনিছ ভাইয়ের বিকল্প কেউ নেই। তাই আধুনিক ত্রিশাল গড়তে আমার জীবনের প্রথম ভোটটা আনিছ ভাইয়ের ট্রাক প্রতীকেই দেব।”
স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ নারী ভোটারদের কাছে ভোট চেয়ে জানান, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে আমাদের নারীরা। যার যার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। নারীর এই এগিয়ে যাওয়াই দেশের আর্থ-সামাজিক অগ্রগতির এক অপ্রতিরোধ্য যাত্রা। আমার ত্রিশালে নারীদের পাশে থেকে আমি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উদ্যোক্তা হিসেবে যুক্ত করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাব।”