কতো ছুটাছুটি করেছিলাম সেদিন
একটি কবিতা লিখার আদিম নেশায়
মৃত স্বপ্নের শব্দ শুনেছিলাম
সেই দিন প্রথম।
শিশিরের মিছিলে বিবর্ণ জীবন
সমুদ্র আত্মার স্রোতে ভাসে
বনফুল প্রজাপতি।
স্বাধীন সত্তার জমিনে শিউলী ভোর-
এনে দেয় আমাকে, একটি কবিতা লিখার
শব্দ মিছিল।
তারপর লিখেছিলাম একটি কবিতা
একাত্তরের সাহসী গোলাপ সুন্দরী
গোধূলির শেষ ক্ষণে স্বাধীন উদ্যান।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ