
ময়মনসিংহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছের প্রচারণায় উৎসবের রূপ পেয়েছে গোটা ত্রিশাল উপজেলা । পৌঁষের শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট প্রচারণা। আনিছের প্রার্থী ও সমর্থকরা ঘুরছেন নির্বাচনী এলাকায়। কখনো বড় পরিসরে, কখনোবা ছোট ছোট দলে চলছে ভোট প্রার্থনা। ভোটাররাও সুযোগ পেয়ে মেতে উঠছে প্রার্থীর প্রচারণায়।
চারিদিকে ঝুলছে পোস্টার। সাদাকালো পোস্টারে ট্রাক প্রতীকই চোখে পড়ছে বেশি। উপজেলার ভোটারদের মূল আগ্রহ ট্রাক প্রতীকের প্রার্থী আনিছকে নিয়েই। পাশাপাশি চলছে নির্বাচনী কার্যালয় উদ্বোধন। দুপুর থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং।

ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি মোড়ে চায়ের দোকানে চলছে নির্বাচনী আড্ডা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন প্রার্থীর সমর্থকরা। চলছে ভোটের চা বিতরণ। লিফলেট বিতরণের মাধ্যমে চলছে ভোট প্রার্থনা। প্রার্থীরা পথে পথে করছে পথসভা।
ধানীখোলা ইউনিয়নের ভোটার রজব আলী বলেন, “ভোটের আনন্দই আলাদা। ভোটের প্রচার শুরু হয়েছে। আমরা সবসময় আনিছ ভাইয়ের উন্নয়নের পক্ষে।”
মঠবাড়ির ভোটার আতিকুর রহমান বলেন, “এবার যেভাবে ভোট শুরু হয়েছে তাতে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে বলে আমরা আশাবাদি। আমরা পছন্দের প্রার্থী আনিছ ভাইকেই ভোট দেবো।”

কানিহারি ইউনিয়নের ভোটার রতন দে বলেন, “এলাকায় ভোটের মাইকিং করা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত ট্রাকের মাইকিংয়ে চলছে ভোটের গান। ভাল লাগছে।”
উপজেলার সদর ইউনিয়নের সাজ্জাদ হোসেন বলেন, “এবার নতুন ভোটার হয়েছি। ভোট দেবার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সাবেক মেয়র আনিছকে ভোট দেব।”
সাখুয়া ইউনিয়নের কৃষক মোতালেব মিয়া বলেন, “আনিছ ভাই আমাদের সম্মান করেন। আমরা চাই তিনি ত্রিশালের এমপি হোক।”
স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ জানান, “ত্রিশালবাসীর উন্নয়ন করতে আমি কাজ করে যেতে চাই। তাই আমার উপজেলায় আমার ভোটারদের প্রত্যাশা কোন সহিংসতা নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলুক প্রচার প্রচারণা। ভোট উৎসবে মেতে থাকুক সবাই।”