
ময়মনসিংহ: নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৯৯) বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট ২০-৫৬৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।
এ সময় অজ্ঞাতনামা কাভার্ডভ্যান চালক গুরুতর আহতসহ ২০ জন বাসযাত্রী আহত হন। তবে বাস চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম কাভার্ডভ্যান চালকের পা কাটা অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার -সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরির্দশন করেন।
নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার প্রতিদিনের ময়মনসিংহ -কে জানান, বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম এক সাথে উদ্ধার কাজ সমাপ্ত করেছি। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।