ময়মনসিংহ: নেত্রকোনার দুর্গাপুরে নিজের ঘর থেকে দুদু মিয়া (৩০) নামের এক চা–দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের চর মুক্তারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দুদু মিয়া ওই এলাকার মৃত দুখু মিয়ার ছেলে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
পুলিশ ও পরিবার জানায়, প্রতিদিনের মতো আজ সকালে দুদু মিয়া নিজের দোকানে যান। এরপর বিকেলে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দুদু মিয়াকে ঝুলতে দেখেন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসেন। খবর পেয়ে পুলিশ এসে দুদু মিয়ার মরদেহ উদ্ধার করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ