ময়মনসিংহ: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পালংখালী ১৯ নম্বর ক্যাম্পের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি ওই ব্লকের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার বিকেলে ওই ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। একপর্যায়ে ছয়-সাতজন মুখোশধারী সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যায়। কিছু দূর নেওয়ার পর তারা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবরটি শোনার পর থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসার সন্ত্রাসীরা এ খুনের ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এর আগে গতকাল শুক্রবার রাতে ২০ নম্বর ক্যাম্পের ব্লক/এম ২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে ২৪ ঘণ্টা না পেরোতেই রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুটি খুনের ঘটনা ঘটল।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ