ময়মনসিংহ: নেত্রকোনার দুর্গাপুরে গতবারের তুলনায় এবছর প্রায় ১৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলায় ৩২০ হেক্টরে জমিতে সরিষার আবাদ হয়েছিল। এ বছর প্রায় ৫০০ হেক্টরে সরিষা চাষ করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারমারি, কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর, বামনপাড়া, কাকড়াকান্দা, গাওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া, নাওদাড়া চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাও, ফুলপুর, কেরণখলা, ফেঁচিয়া গ্রামের কৃষকরা সরিষা আবাদ করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে দুর্গাপুর উপজেলার প্রায় সব ইউনিয়নের ২৫০০ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। কৃষি প্রণোদনা পাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছর সরিষার ফলনও বেশি হবে বলে আশা করা হচ্ছে। কৃষকও বাজারে সরিষার ভালো দাম পেয়ে লাভবান হবেন।
কৃষক হযরত বেপারি বলেন, আমরা বিনামূল্যে সার, বীজ পাওয়ায় সরিষা আবাদে আগ্রহী হয়েছি। শুধু তাই নয়, সামনের মৌসুম থেকে আমাদের এলাকার কৃষকরা মধু চাষেও আগ্রহ প্রকাশ করবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মকর্তা কামরুজ্জাসান বলেন, এই বছর আবহাওয়া সরিষা আবাদের অনুকূলে ছিল। তাই বিভিন্ন এলাকার কৃষকরা সরিষার আবাদে আগ্রহ প্রকাশ করেছেন। খেতে পোকার আক্রমণ হয়নি। প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি।
দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস বলেন, উপজেলার প্রায় ৫০০ হেক্টরে সরিষার আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ১৮০ হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময়ই কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ