
ময়মনসিংহ: শেরপুরে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ছয়টি ডায়াগনেস্টিক সেন্টার ও নিজস্ব চিকিৎসক না থাকায় দুটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য। এ ছাড়া বাকি চার উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।
বন্ধের নির্দেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- নিরাপদ জেনারেল প্রাইভেট হাসপাতাল, সততা ডায়াগনেস্টিক এন্ড প্রাইভেট হাসপাতাল লি., জনতা ডায়াগনেস্টিক সেন্টার, মারিয়া নার্সিং হোম, সরকার ডায়াগনেস্টিক সেন্টার, মানবসেবা ডায়াগনেস্টিক সেন্টার, শ্যামল ডায়াগনেস্টিক সেন্টার ও হযরত শাহজালাল (র.) ডায়াগনস্টিক সেন্টার।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হচ্ছে। আমি নিজে সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছি। এ সময় অনিবন্ধিত ছযটি ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসক না থাকার কারণে দুটি ক্লিনিক বন্ধ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট হাসপাতালের সংখ্যা ২৩টি। যেগুলো নিবন্ধিত। ৯১টি ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারের মধ্যে নিবন্ধন রয়েছে ৭৬টি। বাকিগুলো নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।