ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নাজমুন নাহার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার কামারিয়া ইউনিয়নের মাসকান্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নাজমুন নাহার একই গ্রামের মো. শাহীন মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী। তিনি জানান, সকালে ঘরের দরজা বন্ধ অবস্থায় ভেতরে ছিলেন নাজমুন নাহার। পরিবারের লোকজন অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাজমুন নাহারের ঝুলন্ত লাশ দেখাতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ