ময়মনসিংহ: জামালপুরের ইসলামপুরে ধর্মমন্ত্রী মো.ফরিদুল হক খান দুলালকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় জনতা মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।
এছাড়াও ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শহরে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা গেইটও নির্মাণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ