ময়মনসিংহ ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে পাঠ্যবই বিক্রির দায়ে শিক্ষক বহিস্কার

ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যালয় বন্ধের দিন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৫ হাজার পাঠ্যবই কেজি দরে বিক্রি করে দেয়ার ঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার নির্দেশে বিদ্যালয় পরিচালনা কমিটি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে সাময়িক বরাখাস্ত করেছে।

জানা যায়, গত বছর ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা নাজিম উদ্দিনের যোগসাজশে বিদ্যালয়ের ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় পাঁচ হাজার সরকারি বই বিক্রির সময় একটি পিকআপসহ আটক করে স্থানীয়রা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আটক পিকআপ সহ বই উপজেলায় নিয়ে যান। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বই বিক্রির বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করেন।

গত ৪ জানুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বই বিক্রির বিষয়টি কর্মকর্তাদের তদন্তে সত্য ও অপরাধ বলে প্রমানিত করে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ করে। বুধবার (২৪ জানুয়ারি) ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক -কে সর্বসম্মতিক্রমে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ম্যানেজিং কমিটির আমাকে বহিষ্কার করেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তার যা ভাল মনে করেছে তাই করেছে।

জনপ্রিয়

নান্দাইলে পাঠ্যবই বিক্রির দায়ে শিক্ষক বহিস্কার

প্রকাশের সময়: ১২:৪৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যালয় বন্ধের দিন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৫ হাজার পাঠ্যবই কেজি দরে বিক্রি করে দেয়ার ঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার নির্দেশে বিদ্যালয় পরিচালনা কমিটি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে সাময়িক বরাখাস্ত করেছে।

জানা যায়, গত বছর ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা নাজিম উদ্দিনের যোগসাজশে বিদ্যালয়ের ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় পাঁচ হাজার সরকারি বই বিক্রির সময় একটি পিকআপসহ আটক করে স্থানীয়রা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আটক পিকআপ সহ বই উপজেলায় নিয়ে যান। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বই বিক্রির বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করেন।

গত ৪ জানুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বই বিক্রির বিষয়টি কর্মকর্তাদের তদন্তে সত্য ও অপরাধ বলে প্রমানিত করে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ করে। বুধবার (২৪ জানুয়ারি) ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক -কে সর্বসম্মতিক্রমে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ম্যানেজিং কমিটির আমাকে বহিষ্কার করেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তার যা ভাল মনে করেছে তাই করেছে।