
ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার দত্তের মোড় থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ।
শাকুয়াই মোড়ের ব্যবসায়ী শ্রী মিনাল কান্তি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে দোকানে বসেছিলাম। এ সময় রাস্তার পাশে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে এগিয়ে যাই। কৌতূহলী হয়ে বৃদ্ধার কাছে পরিচয় জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। কিছুক্ষণ পরে শুরু হয় ঘনকুয়াশা। দীর্ঘক্ষণ পর আমি দোকানের কাছে পরিত্যক্ত জায়গাটিতে পুরাতন কাপড় বিছিয়ে দেই। এরপর কম্বল দিয়ে বিছানা তৈরি করে তাকে সেখানে রাখি।
ব্যবসায়ী সুমন মিয়া বলেন, কনকনে শীতে বৃদ্ধা মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯ -এ কয়েক বার কল করি, কিন্তু কল যাচ্ছিল না। পরে আমি একটা কম্বল কিনে দেই। তারপর স্থানীয় আবু ইউসুফ খান আনছারকে বিষয়টি জানানো হয়।
আবু ইউসুফ খান আনছার বলেন, আমার ছোট ভাই বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনূস খান আমাকে কল করে ও দত্তের মোড় থেকে কয়েকজন আমাকে কল করে বিষয়টি অবগত করে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু, ওই বৃদ্ধা কথা বলছেন না। পরে হালুয়াঘাট থানায় বিষয়টি জানালে পুলিশ রাতেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, বুধবার রাতে যখন বৃদ্ধাকে এখানে আনা হয়, তখন প্রচণ্ড শীতে তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার পরেও পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা প্রয়োজন কিনা তা দেখবো।
তবে যতক্ষণ তিনি এখানে আছেন আমরা যথাসাধ্য চিকিৎসা সেবা দেব, বলেন তিনি।
এ বিষয়ে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, খবর পেয়ে রাতেই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে, ওই বৃদ্ধা কোনো কথা বলছেন না।