ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগীয় বইমেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে নগরীর টাউনহল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শুরু হয় এই আট দিনব্যাপী মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই মেলা আয়োজন করেছে।
মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং শেষ হবে আগামী ২২ নভেম্বর। উদ্বোধনী দিনে মেলায় বইপ্রেমীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বইয়ের গুরুত্ব নিয়ে বলেন, “বই জ্ঞানের প্রধান মাধ্যম। মুদ্রিত বই পড়ার অভ্যাস মননশীলতা ও হৃদয়কে সমৃদ্ধ করে। বই মানুষের আত্মাকে বিশ্বব্যাপী প্রসারিত করতে পারে।” তিনি বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
মেলায় ৮টি সরকারি, ৫৭টি বেসরকারি এবং ৬টি সেবাধর্মী স্টল অংশগ্রহণ করছে। বইমেলা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ