ময়মনসিংহ ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে স্পিড ব্রেকারের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটপাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক হাজার নারী-পুরুষ শ্রমিক এ সময় সড়কে নামেন এবং ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ করে রাখেন।

শ্রমিকরা জানান, প্রতিদিন দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে এই সড়কে দুর্ঘটনা ঘটছে। তাদের সহকর্মীরা প্রায়ই আহত হচ্ছেন। এ বিষয়ে একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জীবনের নিরাপত্তার দাবিতে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন।

জেওসি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক সুসিং বলেন, “আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও ইউপি সদস্যদের জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

শ্রমিক মোজাম্মেল বলেন, “প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে আসতে হয়। আমাদের জীবন নিরাপদ নয়। অনেকে দুর্ঘটনায় আহত হয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, “হাইওয়ে সড়কে স্পিড ব্রেকার দেওয়া সাধারণত ঝুঁকিপূর্ণ। তবে এখানে যেহেতু শত শত শ্রমিক প্রতিদিন যাতায়াত করেন, তাই তাদের নিরাপত্তার কথা ভেবেই দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এ সময় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

জনপ্রিয়

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ত্রিশালে স্পিড ব্রেকারের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশের সময়: ০৬:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটপাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক হাজার নারী-পুরুষ শ্রমিক এ সময় সড়কে নামেন এবং ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ করে রাখেন।

শ্রমিকরা জানান, প্রতিদিন দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে এই সড়কে দুর্ঘটনা ঘটছে। তাদের সহকর্মীরা প্রায়ই আহত হচ্ছেন। এ বিষয়ে একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জীবনের নিরাপত্তার দাবিতে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন।

জেওসি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক সুসিং বলেন, “আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও ইউপি সদস্যদের জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

শ্রমিক মোজাম্মেল বলেন, “প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে আসতে হয়। আমাদের জীবন নিরাপদ নয়। অনেকে দুর্ঘটনায় আহত হয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, “হাইওয়ে সড়কে স্পিড ব্রেকার দেওয়া সাধারণত ঝুঁকিপূর্ণ। তবে এখানে যেহেতু শত শত শ্রমিক প্রতিদিন যাতায়াত করেন, তাই তাদের নিরাপত্তার কথা ভেবেই দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এ সময় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।