
ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিদ্যুৎস্পর্শে মোবারক হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোবারক হোসেন ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির ছাদে ওঠেন মোবারক হোসেন। সেখানে অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের সার্ভিস তারে স্পর্শ করলে তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনা দেখে দ্রুত ছুটে আসেন তার স্ত্রী। স্বামীকে ধরতেই তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই বাড়ির ছাদের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে সার্ভিস লাইন গেছে। তারে লিকেজ থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যুতের লাইন মেরামত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”