
ময়মনসিংহ: জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানের দেয়ালের মতো জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সীমানা প্রাচীরেও আঁকা হয়েছিল গ্রাফিতি। সম্প্রতি সংস্কার কাজের সময় সেই গ্রাফিতি মুছে ফেলা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।
বিষয়টি পরিষ্কার করতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ব্যাখ্যা দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।
তিনি জানান, গত ৫ আগস্ট জেলা প্রশাসকের বাংলো, সীমানা প্রাচীর, বাসভবন, গেইট এবং পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেলে ভবন ও দেয়াল সংস্কারের কাজ শুরু করা হয়। এতে চারপাশে কাঁটাতারের বেড়া বসানো, দেয়াল মেরামত এবং অন্যান্য সংস্কার কার্যক্রম চলছে।
জেলা প্রশাসক লিখেছেন, “এই জীর্ণশীর্ণ দেয়ালের মধ্যে কিছু গ্রাফিতি ছিল। এগুলো রেখে সংস্কার কাজ করা সম্ভব হয়নি। গণপূর্ত অধিদফতর জানিয়েছে, সিমেন্টের আঁচড় পড়ায় কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। ফলে তা বেমানান দেখাচ্ছিল। তাই মুছে ফেলতে হয়েছে। এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই।”
তিনি আরও জানান, ভবনের নিরাপত্তার স্বার্থে দেয়াল উঁচু করা হয়েছে এবং কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। সংস্কার কাজ শেষ হলে পূর্বের চেয়েও সুন্দরভাবে নতুন গ্রাফিতি আঁকানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
মো. মুফিদুল আলম স্পষ্ট করে বলেন, “এই নির্মাণ ও সংস্কার কাজ পুরোপুরি পরিচালনা করছে গণপূর্ত অধিদফতর, ময়মনসিংহ। ঠিকাদারও তাদের মাধ্যমেই নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও যোগ করেন, “আমি নিজেও ২৪-কে ধারণ করি ও লালন করি। ২৪-এর আদর্শকে সমুন্নত রাখব। এর বিরুদ্ধে কোনো কাজ আমার দ্বারা হবে না— এ বিষয়ে সবাইকে আশ্বস্ত করতে চাই।”