ময়মনসিংহ ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেয়া নতুন ঘর পেলেন দুর্গাপুরের শুক্কুরী বেগম

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার খুজিউড়া খালপাড় এলাকার হতদরিদ্র নারী শুক্কুরী বেগম (৭০) অবশেষে পেলেন একটি নতুন ঘর। দীর্ঘদিন ধরে তিনি ভাঙা একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। স্বামী মারা গেছেন বহু আগেই, মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় একা হয়ে পড়েন তিনি। জীবিকার অভাবে ভিক্ষাবৃত্তি করে দিন কাটত তাঁর। বৃষ্টির সময় ঘরে পানি ঢুকে যেত, ঝড়-বৃষ্টির রাতে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হতো তাঁকে।

শুক্কুরী বেগমের এই দুঃখ-কষ্টের কথা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। তাঁরা বিষয়টি জানান দুর্গাপুর-কলমাকান্দার মানবিক নেতা, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্কুরী বেগমকে একটি নতুন ঘর তৈরির উদ্যোগ নেন ব্যারিস্টার কায়সার কামাল।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নতুন ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় শুক্কুরী বেগমের হাতে। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া, সহ-সভাপতি এম এ জিন্নাহ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, বিএনপি নেতা বজলুর রহমান, রেজাউল করিম, শাহআলম, যুবদল নেতা খান আলী হোসেন, খান সুমন, আলিউল আজিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

নতুন ঘর হাতে পেয়ে আবেগে আপ্লুত শুক্কুরী বেগম বলেন, “অনেক বছর ধরে ভাঙা ঝুপড়ি ঘরে কষ্ট করে থেকেছি। ঝড়-বৃষ্টি হলেই অন্যের বাড়িতে আশ্রয় নিতে হতো। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান, ব্যারিস্টার কায়সার কামালসহ যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। শুধু ঘর দেওয়াই নয়, এলাকায় হেলথ ও চক্ষু ক্যাম্প, অসুস্থ শিশুদের চিকিৎসা সহ নানা মানবিক কাজ করে তিনি সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “রাজনৈতিক নেতাদের কাজ শুধু দলীয় কর্মসূচি বা ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তারেক রহমান দেখিয়েছেন, মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার শক্তি। সেই ধারাবাহিকতায় শুক্কুরী বেগমের জন্য নতুন ঘরের ব্যবস্থা করা হয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকেই এসব উদ্যোগ নিচ্ছি এবং ভবিষ্যতেও চালিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।”

শুক্কুরী বেগমের নতুন ঘর পাওয়ায় তিনি যেমন খুশি হয়েছেন, তেমনি স্থানীয় সাধারণ মানুষও এমন মানবিক উদ্যোগের জন্য তারেক রহমান ও ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জনপ্রিয়

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

তারেক রহমানের দেয়া নতুন ঘর পেলেন দুর্গাপুরের শুক্কুরী বেগম

প্রকাশের সময়: ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার খুজিউড়া খালপাড় এলাকার হতদরিদ্র নারী শুক্কুরী বেগম (৭০) অবশেষে পেলেন একটি নতুন ঘর। দীর্ঘদিন ধরে তিনি ভাঙা একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। স্বামী মারা গেছেন বহু আগেই, মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় একা হয়ে পড়েন তিনি। জীবিকার অভাবে ভিক্ষাবৃত্তি করে দিন কাটত তাঁর। বৃষ্টির সময় ঘরে পানি ঢুকে যেত, ঝড়-বৃষ্টির রাতে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হতো তাঁকে।

শুক্কুরী বেগমের এই দুঃখ-কষ্টের কথা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। তাঁরা বিষয়টি জানান দুর্গাপুর-কলমাকান্দার মানবিক নেতা, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্কুরী বেগমকে একটি নতুন ঘর তৈরির উদ্যোগ নেন ব্যারিস্টার কায়সার কামাল।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নতুন ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় শুক্কুরী বেগমের হাতে। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া, সহ-সভাপতি এম এ জিন্নাহ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, বিএনপি নেতা বজলুর রহমান, রেজাউল করিম, শাহআলম, যুবদল নেতা খান আলী হোসেন, খান সুমন, আলিউল আজিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

নতুন ঘর হাতে পেয়ে আবেগে আপ্লুত শুক্কুরী বেগম বলেন, “অনেক বছর ধরে ভাঙা ঝুপড়ি ঘরে কষ্ট করে থেকেছি। ঝড়-বৃষ্টি হলেই অন্যের বাড়িতে আশ্রয় নিতে হতো। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান, ব্যারিস্টার কায়সার কামালসহ যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। শুধু ঘর দেওয়াই নয়, এলাকায় হেলথ ও চক্ষু ক্যাম্প, অসুস্থ শিশুদের চিকিৎসা সহ নানা মানবিক কাজ করে তিনি সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “রাজনৈতিক নেতাদের কাজ শুধু দলীয় কর্মসূচি বা ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তারেক রহমান দেখিয়েছেন, মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার শক্তি। সেই ধারাবাহিকতায় শুক্কুরী বেগমের জন্য নতুন ঘরের ব্যবস্থা করা হয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকেই এসব উদ্যোগ নিচ্ছি এবং ভবিষ্যতেও চালিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।”

শুক্কুরী বেগমের নতুন ঘর পাওয়ায় তিনি যেমন খুশি হয়েছেন, তেমনি স্থানীয় সাধারণ মানুষও এমন মানবিক উদ্যোগের জন্য তারেক রহমান ও ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।