ময়মনসিংহ ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ এর একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৫৪ হাজার পিস জিলেট ব্লেড, ১২০ কেজি জিরা, ১ হাজার ৫৫০ পিস সুপারি, ৭ বোতল মদ এবং ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক সীমান্ত নিরাপদ রাখতে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড দমন করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয়

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের সময়: ১১:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ: শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ এর একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৫৪ হাজার পিস জিলেট ব্লেড, ১২০ কেজি জিরা, ১ হাজার ৫৫০ পিস সুপারি, ৭ বোতল মদ এবং ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক সীমান্ত নিরাপদ রাখতে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড দমন করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।