ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় খালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভালুকা উপজেলার মামারিশপুর এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে আব্দুল মুমিন (১৮) এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাহেদী হাসান (১৯)। তারা দুজনেই মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ওই মাদ্রাসার সামনে খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে নামে কয়েকজন শিক্ষার্থী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন মুমিন ও মাহেদী। সহপাঠী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল আলম তুহিন
ইমেইল: news@pratidinermymensingh.com
©সর্বস্বত্ব ২০১৬-২০২৪ | প্রতিদিনের ময়মনসিংহ