ময়মনসিংহ ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: শেরপুরের ৬৫ বছরের বৃদ্ধ সৈয়দ আলী চিকু মিয়াকে গাজিপুর থেকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরের পরে প্রতিবেশী প্রথম শ্রেনীতে পড়ুয়া ৭ বছরের শিশু খাবারের প্রলোভন দেখিয়ে চিকু মিয়া নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। গত ২৮ আগস্ট ভিকটিমের ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করে।বিকৃত রুচির এই বৃদ্ধ ও শিশু প্রতিবেশী স্বজন। তাদের বাড়ী শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা এলাকায়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে ধরতে ঢাকা ও গাজীপুরে দুদফায় অভিযান করে ব্যর্থ হয়। তবে গতকাল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই গাজিপুর থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, অভিযুক্ত চিকু মিয়ার বিরুদ্ধে আগেও এমন অপরাধের একাধিক অভিযোগ আছে। গত ২১ ফেব্রুয়ারি একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। চিকু মিয়া গ্রামের দরিদ্র ও নিরীহ পরিবারগুলোকে টার্গেট করে এই ধরনের অপরাধ করেন। এসব পরিবার আর্থিক ও সামাজিকভাবে দুর্বল হওয়ায় আইনি ব্যবস্থা নিতে পারে না।

শেরপুর সদর থানার ওসি জুবায়েদুল ইসলাম বলেছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।আজ শনিবার বিকালে চিকু মিয়াকে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

বিষয়:
জনপ্রিয়

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রকাশের সময়: ১০:২১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ: শেরপুরের ৬৫ বছরের বৃদ্ধ সৈয়দ আলী চিকু মিয়াকে গাজিপুর থেকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরের পরে প্রতিবেশী প্রথম শ্রেনীতে পড়ুয়া ৭ বছরের শিশু খাবারের প্রলোভন দেখিয়ে চিকু মিয়া নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। গত ২৮ আগস্ট ভিকটিমের ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করে।বিকৃত রুচির এই বৃদ্ধ ও শিশু প্রতিবেশী স্বজন। তাদের বাড়ী শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা এলাকায়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে ধরতে ঢাকা ও গাজীপুরে দুদফায় অভিযান করে ব্যর্থ হয়। তবে গতকাল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই গাজিপুর থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, অভিযুক্ত চিকু মিয়ার বিরুদ্ধে আগেও এমন অপরাধের একাধিক অভিযোগ আছে। গত ২১ ফেব্রুয়ারি একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। চিকু মিয়া গ্রামের দরিদ্র ও নিরীহ পরিবারগুলোকে টার্গেট করে এই ধরনের অপরাধ করেন। এসব পরিবার আর্থিক ও সামাজিকভাবে দুর্বল হওয়ায় আইনি ব্যবস্থা নিতে পারে না।

শেরপুর সদর থানার ওসি জুবায়েদুল ইসলাম বলেছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।আজ শনিবার বিকালে চিকু মিয়াকে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।