ময়মনসিংহ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। এ দলে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দলের ভেতরে কোনো ধরনের বিরোধিতা বরদাশত করা হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি বলেন, “বিএনপির ভেতরে যারা বিরোধিতা করবে, তাদেরকে পাতলা কাগজ ধরিয়ে দেওয়া হবে।” দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় নান্দাইলের শেরপুর ইউনিয়নের ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু ওয়াহাব আকন্দ।
তিনি আরও বলেন, “নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী লন্ডনের বিলাসবহুল জীবন ছেড়ে দলের রাজনীতিতে অংশ নিতে দেশে ফিরেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নান্দাইলের মানুষের জন্য দায়িত্ব দিয়েছেন। ইয়াসের খান চৌধুরীর শিকড় নান্দাইলে খুবই গভীর, তিনি ধীরে ধীরে এখানকার বিএনপিকে সংগঠিত করছেন। যারা মনোনয়ন প্রত্যাশী, তাদের সবাইকে যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “দলের অভ্যন্তরীণ বিরোধ না করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।”
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদির।
সভায় ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইল উপজেলা বিএনপির ১৩টি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে ১১টি ইউনিয়নের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে, বাকি দুটি শীঘ্রই অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো পুনর্গঠন করা হবে।”
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, কাজী গোলাম মোস্তফা, নাজমুল হক হাসান, উসমান গনি ভূঁইয়া গেনু, নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল, উপজেলা বিএনপির সদস্য জিয়া উদ্দিন ফকির, ওয়ালী উল্লাহ, সুমন সরকার, আফাজ উদ্দিন, কবীর আহমেদ শাহজাহান, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মণ্ডল, শেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল খান প্রিন্স, বিএনপি নেতা শহীদ মিয়া, হারিস মেম্বার, রফিকুল ইসলাম রতন ও মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও মো. কামরুল ইসলাম মণ্ডল, যুবদল নেতা শাকিল মাহমুদ, নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, সদস্য সচিব সাদ্দাম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহরিয়ার আহমেদ রানা, শেরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন মিয়া প্রমুখ।