ময়মনসিংহ ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে স্বপ্নবিলাসী তারুণ্যের ‘পৌষালী পাঠোৎসব’

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হল স্বপ্নবিলাসী তারুণ্যের ‘পৌষালী পাঠোৎসব’। গত ১৮ ও ১৯ জানুয়ারি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নবিলাস ইয়োথ সোসাইটি কর্তৃক দুইদিনব্যপী এই আয়োজন সম্পন্ন হয়।

জানা গেছে, স্থানীয় একদল স্বপ্নবিলাসী তরুণ আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে গড়েছেন স্বপ্নবিলাস এসোসিয়েশন। যার মাধ্যমে পরিচালিত হয় স্বপ্নবিলাস ইয়োথ সোসাইটি, স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার, বই পড়া উৎসব ‘সুবোধ’ -সহ নানামুখী শিক্ষা, সংস্কৃতি ও জনহিতকর কর্মসূচী।

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

বিগত কয়েকবছর ধরে উপজেলার পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তারা আয়োজন করে পৌষালী পাঠোৎসব। এটি ছিল তাদের তৃতীয় আয়োজন। বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া উৎসবের শুক্রবার ছিল শেষ দিন। প্রথমদিন বিকাল থেকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় মেলায় আগত বিভিন্ন স্টল গুলো। সন্ধ্যার পর থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বপ্ন বিলাস ইয়োথ সোসাইটি ও স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের অভিনয়ে রাতে মঞ্চস্থ হয় বিখ্যাত নাটিকা রবি ঠাকুরের ‘ডাকঘর’ নাটক অবলম্বনে বিরচিত নাটক ‘অমল’।

উৎসবে ছিল বই মেলা, পিঠা উৎসব, বিভিন্ন মৃৎ ও হস্ত শিল্পের প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, নাটিকা, কবিতা আবৃত্তি, লোকগীতি ও কনসার্ট।

উৎসবকে ঘিরে খেলার মাঠে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ পরিবেশ ও ঐতিহ্যের আবহ। লোকজ সংস্কৃতির দৃশ্যগুলোও চোখে পড়ার মতো। ব্যতিক্রমী এই আয়োজনে পার্শ্ববর্তী স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নবীন-প্রবীণ ও বিভিন্ন সুধীজনের মিলনমেলায় পরিণত হয়েছিল উৎসব প্রাঙ্গণ।

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

উৎসবের শেষ দিন রাতে কবিতা আবৃত্তি, লোকগীতি ও কনসার্টের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে ব্যতিক্রমী ওই আয়োজনে এলাকার মানুষের মাঝে ভিন্ন আমেজের ভালোলাগা সৃষ্টি হয়েছে, উৎসবটি মন কেড়েছে হাজারো উৎসুক জনতার।

পৌষালী পাঠোৎসবে আগত দর্শনার্থী স্কুল শিক্ষক মাসুদ পারভেজ বলেন, ‘এ ধরনের আয়োজন গ্রামীন পরিবেশে আমরা তেমন দেখতে পাই না। আমাদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে নিয়মিত এমন আয়োজন হওয়া দরকার। এক্ষেত্রে স্বপ্নবিলাস এসোসিয়েশনের স্বপ্নবিলাস ইয়োথ সোসাইটিকে অবশ্যই ধন্যবাদ জানাব।’

স্বপ্নবিলাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ হাসান শান্ত বলেন, ‘আধুনিকতার ছোঁয়ায় জীবনে প্রায় হারাতে বসা গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন। এক ঝাঁক তরুণ সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় পাঠোৎসবটি বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আশেপাশের গ্রামের মানুষের মধ্যে এক উৎসবের আমেজ তৈরী করেছে। আমরা বাঙালির সাংস্কৃতিক গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরতে বাঙালি সংস্কৃতি নিয়েই এই আয়োজন করেছি।’

জনপ্রিয়

ত্রিশালে স্বপ্নবিলাসী তারুণ্যের ‘পৌষালী পাঠোৎসব’

প্রকাশের সময়: ০৩:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হল স্বপ্নবিলাসী তারুণ্যের ‘পৌষালী পাঠোৎসব’। গত ১৮ ও ১৯ জানুয়ারি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নবিলাস ইয়োথ সোসাইটি কর্তৃক দুইদিনব্যপী এই আয়োজন সম্পন্ন হয়।

জানা গেছে, স্থানীয় একদল স্বপ্নবিলাসী তরুণ আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে গড়েছেন স্বপ্নবিলাস এসোসিয়েশন। যার মাধ্যমে পরিচালিত হয় স্বপ্নবিলাস ইয়োথ সোসাইটি, স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার, বই পড়া উৎসব ‘সুবোধ’ -সহ নানামুখী শিক্ষা, সংস্কৃতি ও জনহিতকর কর্মসূচী।

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

বিগত কয়েকবছর ধরে উপজেলার পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তারা আয়োজন করে পৌষালী পাঠোৎসব। এটি ছিল তাদের তৃতীয় আয়োজন। বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া উৎসবের শুক্রবার ছিল শেষ দিন। প্রথমদিন বিকাল থেকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় মেলায় আগত বিভিন্ন স্টল গুলো। সন্ধ্যার পর থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বপ্ন বিলাস ইয়োথ সোসাইটি ও স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের অভিনয়ে রাতে মঞ্চস্থ হয় বিখ্যাত নাটিকা রবি ঠাকুরের ‘ডাকঘর’ নাটক অবলম্বনে বিরচিত নাটক ‘অমল’।

উৎসবে ছিল বই মেলা, পিঠা উৎসব, বিভিন্ন মৃৎ ও হস্ত শিল্পের প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, নাটিকা, কবিতা আবৃত্তি, লোকগীতি ও কনসার্ট।

উৎসবকে ঘিরে খেলার মাঠে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ পরিবেশ ও ঐতিহ্যের আবহ। লোকজ সংস্কৃতির দৃশ্যগুলোও চোখে পড়ার মতো। ব্যতিক্রমী এই আয়োজনে পার্শ্ববর্তী স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নবীন-প্রবীণ ও বিভিন্ন সুধীজনের মিলনমেলায় পরিণত হয়েছিল উৎসব প্রাঙ্গণ।

ছবি: প্রতিদিনের ময়মনসিংহ

উৎসবের শেষ দিন রাতে কবিতা আবৃত্তি, লোকগীতি ও কনসার্টের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে ব্যতিক্রমী ওই আয়োজনে এলাকার মানুষের মাঝে ভিন্ন আমেজের ভালোলাগা সৃষ্টি হয়েছে, উৎসবটি মন কেড়েছে হাজারো উৎসুক জনতার।

পৌষালী পাঠোৎসবে আগত দর্শনার্থী স্কুল শিক্ষক মাসুদ পারভেজ বলেন, ‘এ ধরনের আয়োজন গ্রামীন পরিবেশে আমরা তেমন দেখতে পাই না। আমাদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে নিয়মিত এমন আয়োজন হওয়া দরকার। এক্ষেত্রে স্বপ্নবিলাস এসোসিয়েশনের স্বপ্নবিলাস ইয়োথ সোসাইটিকে অবশ্যই ধন্যবাদ জানাব।’

স্বপ্নবিলাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ হাসান শান্ত বলেন, ‘আধুনিকতার ছোঁয়ায় জীবনে প্রায় হারাতে বসা গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন। এক ঝাঁক তরুণ সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় পাঠোৎসবটি বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আশেপাশের গ্রামের মানুষের মধ্যে এক উৎসবের আমেজ তৈরী করেছে। আমরা বাঙালির সাংস্কৃতিক গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরতে বাঙালি সংস্কৃতি নিয়েই এই আয়োজন করেছি।’