ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ নিজের স্বামীকে নির্মমভাবে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম বাবুল মিয়া (৫৫)। তিনি উপজেলার কেষিয়াপাড়া গ্রামের শামছুদ্দিনের ছেলে। শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার এরশাদবাজারসংলগ্ন কেষিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্ত্রী রাজিয়া খাতুন স্বামী বাবুল মিয়ার মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন। পরে তিনি স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।
শনিবার ভোরে নিহতের আত্মীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে প্রবেশ করে রাজিয়া খাতুনকে আটক করে রাখেন এবং দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত রাজিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ধোবাউড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।