ময়মনসিংহ ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরী একাত্তর

কতো ছুটাছুটি করেছিলাম সেদিন
একটি কবিতা লিখার আদিম নেশায়
মৃত স্বপ্নের শব্দ শুনেছিলাম
সেই দিন প্রথম।

শিশিরের মিছিলে বিবর্ণ জীবন
সমুদ্র আত্মার স্রোতে ভাসে
বনফুল প্রজাপতি।

স্বাধীন সত্তার জমিনে শিউলী ভোর-
এনে দেয় আমাকে, একটি কবিতা লিখার
শব্দ মিছিল।

তারপর লিখেছিলাম একটি কবিতা
একাত্তরের সাহসী গোলাপ সুন্দরী
গোধূলির শেষ ক্ষণে স্বাধীন উদ্যান।

জনপ্রিয়

সুন্দরী একাত্তর

প্রকাশের সময়: ০৬:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

কতো ছুটাছুটি করেছিলাম সেদিন
একটি কবিতা লিখার আদিম নেশায়
মৃত স্বপ্নের শব্দ শুনেছিলাম
সেই দিন প্রথম।

শিশিরের মিছিলে বিবর্ণ জীবন
সমুদ্র আত্মার স্রোতে ভাসে
বনফুল প্রজাপতি।

স্বাধীন সত্তার জমিনে শিউলী ভোর-
এনে দেয় আমাকে, একটি কবিতা লিখার
শব্দ মিছিল।

তারপর লিখেছিলাম একটি কবিতা
একাত্তরের সাহসী গোলাপ সুন্দরী
গোধূলির শেষ ক্ষণে স্বাধীন উদ্যান।